ভজন-পিপাসুদের সাধনভজন শিবির

জয়শ্রীগৌরহরি!!

সর্ব্বভারতীয় নরহরি শ্রীকৃষ্ণচৈতন্য সেবা মিশনের আচার্য্য ওঁ বিষ্ণুপাদ শ্রীমৎ স্বরূপ দামোদর দাস বাবাজী মহারাজের ঐকান্তিক ইচ্ছা ও আদেশ অনুসারে নরহরিধাম আশ্রমের পক্ষ থেকে,হরিভজন-পিপাসু অদীক্ষিত অন্য কোথাও দীক্ষিত ভক্তগণের জন্য একটি গুরুত্বপূর্ণ নিশুল্ক-কৃষ্ণানুশীলন-শিবিরের আয়োজন করা হয়েছে। ভজন-সাধন বিষয়ে জিজ্ঞাসু যে কোন অদীক্ষিত পুরুষ ও মহিলাভক্তগণ এই শিবিরে যোগদান করতে পারেন।বিস্তৃত বিবরণ নিম্নে প্রদত্ত হল।

 *শিবিরের স্থান – নরহরি ধাম আশ্রম, প্রাচীন মায়াপুর, নবদ্বীপ, নদীয়া।
*তারিখ – আগামী ইং ০৮/০৭/২০২৩ ও ০৯/০৭/২০২৩.

*যোগদানের নিয়মাবলী, –

(১) ভক্তগণকে আগামী ০৭/০৭/২০২৩ তারিখে রাত্রি ১০টার মধ্যে নরহরিধামে পৌছাতে হবে। পরের দিন শিবিরে যোগদানের সুযোগপাওয়া যাবে না।

(২) শিবিরে যোগদানকারী ভক্তগণকে দুইদিনের জন্য থাকা ও প্রসাদের জন্য নির্ধারিত কোন মূল্য দিতে হবে না। তবে স্বেচ্ছায় কিছু প্রদান করলে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হবে।

(৩)শিবিরের দুইদিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকেই বাইরে যেতে দেওয়া হবে না।

(৪) আশ্রমের পক্ষ থেকে নির্দ্ধারিত গৃহে ভক্তগণকে দুইদিন অবস্থান করতে হবে। অসুবিধা মনে করলে থাকার জন্য নিজের দায়ীত্বে স্বতন্ত্র ঘর ভাড়া নিতে হবে।

(৫)আগামী ০৬/০৭/২০২৩ তারিখের মধ্যে নির্দ্ধারিত ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিজের নিজের নাম নথীভুক্ত করতে হবে।

(৬)নাম নথীভুক্ত করার জন্য যোগাযোগের ফোন নাম্বার ও সময়, – ৯৮৩১০৪৪২১৯. সময়-সকাল ৭টা হতে বেলা ১০টা।

(৭) নাম নথীভুক্ত করার পরে কোন কারণে যোগদানে অক্ষম হলে সঙ্গে সঙ্গে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।

(৮) শিবিরে যোগদানের আগে বা পরে আশ্রমে অবস্থান করলে ঘর ও প্রসাদের জন্য নির্দ্ধারিত মূল্য দিতে হবে।

(৯) প্রতি অনুশীলন শিবিরে সর্ব্বাধিক ৩০ জন ভক্তকে সুযোগ দেওয়া হবে।

(১০) ঘোষিত নিয়মে নাম নথীভুক্ত না করলে অনুশীলন শিবিরে প্রবেশ করতে দেওয়া হবে না।

(১১) অনুশীলন শিবিরে মোবাইল সহ প্রবেশ করা নিসিদ্ধ।

দুইদিনের অনুশীলন – শিবিরে মুখ্য আলোচ্য বিষয়

(১) মানব জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য কি ?

(২) বেদে অনেক আরাধ্য দেবতা থাকা সত্ত্বেও কেন শ্রীকৃষ্ণের উপাসনা করতে হবে।

(৩) শ্রীকৃষ্ণোপাসনা করতে হলে দীক্ষার প্রয়োজন কেন।

(৪) শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণের পূর্ব্বে কোন কোন বিষয় বিশেষ ভাবে জানা প্রয়োজন।

(৫) প্রকৃত গুরুদেবের এবং শিষ্যের লক্ষণ কি ?

(৬)শ্রীকৃষ্ণ ভজনের ক্ষেত্রে নিরামিষ আহারের কি সম্পর্ক। এ ছাড়া আরও অনেক জ্ঞাতব্য বিষয় আলোচনা হবে।