Founder's Message:
নরহরিচিত চৌরায়–গৌরায় নমঃ
“নরহরি ধাম” আশ্রম কোন প্রতিষ্ঠিত আশ্রম নয়! স্বকৃপায় প্রকটিত আশ্রম বা প্রতিষ্ঠান। নদীয়া বিহারী শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু যখন প্রকট লীলায় সপরিকর মিলে এই নবদ্বীপ ধামে অবস্থান করছিলেন, তখন শ্রীপাট শ্রীখন্ড নিবাসী শ্রীমুকুন্দ ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা ঠাকুর নরহরি এই স্থানেই অবস্থান করতেন এবং এখানেই তিনি স্বপ্নে দৃষ্ট নিজ বল্লভ নাগরবর শ্রীগৌরাঙ্গ দেবকে প্রথম দর্শন প্রাপ্ত হয়েছিলেন। আর এইখানেই তাঁর সঙ্গে মহাপ্রভুর প্রথম মিলন ঘটেছিল। শ্রীমন্মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রীনরহরি–গৌরাঙ্গের এই মিলন–পীঠটিও মহাকালের গর্ভে অন্তর্লীন হয়েছিলেন। শ্রীনরহরি–চৈতন্যের ইচ্ছাক্রমেই পুনরায় এই “মহা–পীঠস্থান” আত্ম প্রকটিত হয়েছেন। বর্ত্তমানে ঠাকুর নরহরির পরিবারে আশ্রিত ভক্ত সেবকগণের দ্বারা সেবা পরিচালিত হচ্ছে। এই মহাপীঠ স্থানটি অতিদুর্ল্লভ “গৌর–প্রেমভক্তি” সম্পদে সমৃদ্ধ। এই “নরহরিধাম” আশ্রমে বসে কিছুক্ষণ হরিনাম জপ বা কীর্ত্তন করলে,অথবা পবিত্রভাবে একরাত্রি বাস করলে স্থান মাহাত্ম্যের মহিমায় অবশ্যই শ্রীশ্রীগৌরাঙ্গ দেবের চরণে একাগ্র–ভজন–নিষ্ঠা বৃদ্ধি পাবেই পাবে।
এই আশ্রমে শ্রীশ্রীনিতাইগৌর বিগ্রহ প্রতিষ্ঠিত নন! অযাচিত কৃপায় স্বয়ং আগত! শ্রীশ্রীরাধাগোপীনাথজী অবশ্য ভক্তগণের ঐকান্তিক অনুরাগে প্রতিষ্ঠিত। ঠাকুর নরহরি, শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি অন্তঃরঙ্গ পরিকর। শুধু তাই নয়! শ্রীগৌর ভজন ও আনুষ্ঠানিকভাবে শ্রীগৌর অর্চনের সর্ব্ব প্রথম প্রবর্ত্তক! তিনিই শ্রীগৌরমন্ত্র–দ্রষ্টা ঋষিও বটেন! শ্রীশ্রীরাধাকৃষ্ণের ভজনে রাগভক্তির প্রবর্ত্তক প্রচারক হলেন শ্রীচৈতন্যদেব। আর সপরিকর শ্রীগৌরাঙ্গ ভজনে রাগভক্তির একমাত্র প্রবর্তক ও প্রচারক হলেন ঠাকুর নরহরি। শ্রীমন্মহাপ্রভু প্রকট থাকা কালেই তিনি দৃঢ় নিষ্ঠার সঙ্গে গৌরভজন,গৌরনাম কীর্ত্তন ও গৌর অর্চন, নিজে আচরণের সঙ্গে সঙ্গে প্রচার শুরু করেছিলেন। কালের প্রভাবে সেই অত্যাবশ্যক রাগমার্গে গৌরভজন ধারা আচ্ছন্ন হয়ে পড়েছিল। দীর্ঘকাল পরে নবদ্বীপ ধামে এই “নরহরি ধাম”এর আত্ম প্রকটের মধ্য দিয়ে ‘ঠাকুর নরহরি’ নিত্যলীলায় অবস্থিত থেকেও তাঁর অপ্রতিহত কৃপাশক্তির দ্বারা সারা বিশ্বে আজ নূতনভাবে গৌরভজনের আদর্শ প্রচারে ব্রতী হয়েছেন। “নরহরিধাম” ও এই ‘প্রচার–প্রচেষ্টা’ কোন ব্যক্তি বিশেষের মানুষী–প্রচেষ্টা নয়। বা ব্যক্তি বিশেষের কৃতিত্ব নয়। এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য শ্রীশ্রীগৌরগোবিন্দের ভজন অনুশীলন ও জনসমাজে পরিকল্পিত ভাবে তার প্রচারণ,তার সঙ্গে ভক্তিগ্রন্থ প্রচার,লীলা সংকীর্ত্তন ও ভাগবতীয় প্রবচন প্রচার। এই আশ্রমে নিত্য ক্রমানুসারে কীর্ত্তন, পাঠ, অর্চন, ভোগারধনা, পরিক্রমাদি অনুষ্ঠিত হয়। এখানে ভজন–সাধনের উদ্দশ্যে স্থায়ীভাবে ও অস্থায়ীভাবে বাস করার ব্যবস্থা আছে।
Biography of Shri Narahari Sarakar Thakur
In Braja Lila, Shri Narahari Sarkar Thakur is known as Madhumati Sakhi who is very dear to Radharani. He was a very special and intimate associate of Lord Chaitanya Mahaprabhu. He participated in all the pastimes of Sri Gauranga. He took birth in Sri Khanda (Bardhaman District, WB) in 1480.
He was well educated. Shri Narahari Sarkar Thakur was very expert in singing as well as writing poetry. He has composed many songs about the pastimes of Lord Chaitanya and Lord Nityananda. He composed a Sanskrit work entitled as Shri Bhajanamrta.
Shri Krishnadasa Kaviraja Goswami describes in Chaitanya Charitamrita (Adi-lila 10:78-79), Shri Narahari Sarkar Thakur was the forteith branch of the all merciful tree of Chaitanya Mahaprabhu. They distributed the fruits and flowers of love of Godhead anywhere and everywhere.
Once Nityananda Prabhu arrived at Shri Khanda and said to Narahari, “All right, we know who you are. So where’s the honey, Madhu’ ?” In Krishna-lila, Narahari is the Madhumati sakhi, whose service is to supply honey for Shri Radha-Govinda and Their associates. So he immediately went to a nearby pond and filled a pot with water which immediately turned into most nectarean honey. Nityananda Prabhu and His associates drank from this pot to their own satisfaction.
Narahari Sarakar Thakur was a very famous Devotee. Lochana dasa Thakura (author of Shri Chaitanya-mangala) was his disciple. It is stated in Chaitanya-mangala that Shri Gadadhara dasa and Narahari Sarakar Thakur were extremely dear to Shri Chaitanya Mahaprabhu,
It is said that Narahari Sarkar Thakur was the only one with the right to perform Gaur-Kirtan in Mahaprabhu’s presence. If someone would praise Sri Chaitanya or chant His holy name in His presence, He would cover his ears and cry out “Vishnu! Vishnu!”. Narahari, however, enjoyed the special privilege of being able to do the kirtan of Gaurahari in a very special bhava and with ultra-sweet descriptions of his charming beauty without objection of Gaurang Mahaprabhu.
Narahari Thakur left this world in 1540 on the Ekadasi tithi, of the dark fortnight, in the month of Mrigashira – Nov-Dec. All the prominent Vaisnavas of that time joined in the disappearance festival of Sri Narahari Thakur including Virabhadra Prabhu, the son of Nitaichand. Srinivas Acharya was the chief organizer of this event.
About Narahari Dham
The Narahari Sri Krishna Chaitanya Seva Mission (Narahari Dham), is a temple for Gaudiya Vaisnav following the foot steps of Sri Narahari Thakur, an intimate associate of Sri Chaitanya Mahaprabhu. We offer daily Seva for the deities of Sri Sri Nitai Gaur, Sri Sri Radha Gopinath Jiu and Sri Sri Jagannath, Sri Sri Balaram and Sri Subhadra Devi.
Our daily programme includes Mangala Arati & Tulsi Puja, Sringar Arati, Raj Bhoga arati, Vaikalika Darshan, Daily Bhagavati katha Prabachan, Gaur Arati and Sayan Arati. We do congregational kirtan of Hare Krishna Hare Krishna/ Krishna krishna Hare Hare/ Hare Rama Hare Rama/Rama Rama Hare Hare
We offer Accommodations and Prasadam seva to our devotees/visitors. On Special occasions like Gaur Purnima we organize a week long Nabadwip Parikrama. We ship our devotional books written by our founder Acharya Sri Swarup Damodar Das Babaji Maharaj on demand.
Daily Program
Bhog | Aarti | Bhagwati Katha & kirtan |
---|---|---|
4 am - Makhan Mishri Bhog | 4:30 am - Mangala Aarti | |
7 am - Balya Bhog | 7:30 am - Sringar Aarti | |
11 am - Madhanya Bhog | 12 am - Bhog Aarti | 11 am - Bhog Aarti Kirtan |
4 pm - Shitala Bhog | 4:30 pm - Pather Kirtan | |
5 -7 pm - Bhagwati Katha | ||
7 pm - Sandhya Aarti | 7:30 pm -Sandhya Aarti Kirtan | |
8 pm - Ratri kalin Bhog |